ক্বলবি ইয়া মুহাম্মাদ গজলটি বাংলাদেশি একটি ইসলামিক গজল। ক্বলবি ইয়া মুহাম্মাদ এই গজলটিতে সুর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় আবু রায়হান। ক্বলবি ইয়া মুহাম্মাদ গজলটির লিরিক্স লিখেছেন জুবায়ের সিফাত।
Qalbi Muhammad Lyrics :
Qalbi Muhammad Lyrics (ক্বলবি ইয়া মুহাম্মাদ) গজলটির লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Qalbi Muhammad Lyrics (ক্বলবি ইয়া মুহাম্মাদ) গজলের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Qalbi Muhammad Lyrics (ক্বলবি ইয়া মুহাম্মাদ) গজলের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song : Qalbi Muhammad
Singer : Abu Rayhan
Lyrics :Jubair Sifat
Tune : H Ahmed
Sound Design :MH Tamim
Record : Tarana Records
Recordist : Shafin Ahmad
Director : Abdullah Al Mahmud
GFX : Salahuddin Sakib
Management : Murshed Siraji
ক্বলবি ইয়া মুহাম্মাদ গজল লিরিক্স
অভিপ্রায়ে একটাই কামনা আমার
চাই শুধু এ জীবনে তোমারই দিদার
তুমি থাকো মনে প্রাণে আমাতে মিশে
আজীবন যাই তব খুব ভালোবেসে
তুমি আলোর জ্যোতি
ঘোচাও আধার রাতি
সুরে সুরে নিত্য দিবস গাইছি তোমার না'ত
কামলিওয়ালা,দিও কাউসার পেয়ালা
সে আশায় মনের নেশায় গুনছি প্রভাত
ক্বলবি ইয়া ক্বলবি ইয়া মুহাম্মাদ!!
আঁধারে ডুবে ছিল যবে এ পৃথিবী
তুমি এসে সাজালে এই যে সবই
তুমি পথের দিশা
প্রিয় আমার কান্ডারি
তুমি ছাড়া এ জীবনে নেমে আসে রাত
ভাবিনা তুমি হীনা
গাহেনা হৃদ বীণা
সে রাতের দীর্ঘশ্বাসে আসেনা যে প্রভাত
ক্বলবি ইয়া ক্বলবি ইয়া ক্বলবি মুহাম্মাদ!!
পাথর বুকে দিলে ফোটাতে যে ফুল
তোমার ঘ্রাণে হল ধরা যে অতুল
শয়নে স্বপনে
তিমির রাতের গোপনে
আমাতে দেখা দিও ওগো আহমাদ
হাশর সেই দিবসে
আমায় সুপারিশে
বাঁচিও এই পাপীকে আমার প্রেমাস্পদ
ক্বলবি ইয়া ক্বলবি ইয়া ক্বলবি মুহাম্মাদ!!
সমাপ্ত
আসা করবো Qalbi Muhammad Lyrics (ক্বলবি ইয়া মুহাম্মাদ) গজলের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া
0 মন্তব্যসমূহ