Song : Sajao Tomar Desh
Lyric, Tune & Direction : Muhib Khan
Artist : Muhib Khan, Imtiaz Masrur, Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan, Yeasin Hayder, Ahmod Abdullah & Arsalan Khan
Record Label : Holy Tune Studio
Music Director : Tanjim Reza
Video Director : H Al Haadi
Edite & Color : Abu Bakar Siddik
Gfx : Arafat Mahmud
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Label : Holy Tune Studio
Sajao Tomar Desh Lyrics। সাজাও তোমার দেশ লিরিক্স
বিজয়ের পঞ্চাশ পেরোলেও মুক্তি মিলেনি আজো
কমেনি শোষণ, পিয়ন এখন দমেনি শোষন রাজো
হে তরুন ঘুমিয়ো না শেষ হয়নি তোমার কাজো
হে তরুন ঘুমিয়ো না শেষ হয়নি তোমার কাজো
তুমি নতুন দিনের মুক্তি শেনানী যুদ্ধের সাজে সাজো
তুমি বাচাও তোমার জাতী, তুমি সাজাও তোমার দেশ
তুমি এ প্রজম্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করনা শেষ (২)
করেছে শোষন বৃটিশ জালিম হানাদার পাক সেনা
এখন শোষণ করে যারা তোমাদের খুব চেনা
জিজ্ঞেস করো এই দেশটাকি তাদের টাকায় কেনা
জিজ্ঞেস করো এই দেশটাকি তাদের টাকায় কেনা
তুমি জনতা হয়ে ক্ষমতাসীনের বুঝে নেও লেনা দেনা
তুমি বাচাও তোমার জাতী, তুমি সাজাও তোমার দেশ
তুমি এ প্রজম্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করনা শেষ (২)
আজো অন্য বস্ত্র শিক্ষা সাস্ত্র পাইনি তোমার জাতী
ওরা দুর্নিতি লুট, সন্ত্রাস করে ফুলে উঠে রাতারাতি
ওরা ক্ষমতায় বসে অভিরাম কসে জনতার পেটে লাথি (২)
দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাতি
তুমি বাচাও তোমার জাতী, তুমি সাজাও তোমার দেশ
তুমি এ প্রজম্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করনা শেষ (২)
আজো বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনিতি
চলে অর্থনিতির বেদাবেদ আর বিজাতীর সংস্কৃতি
তুমি সংগ্রামী হয়ে দুর করো সব সংশয় সব ভিতি (২)
করো উন্নতসীর মানুষের সম্প্রিতি
তুমি বাচাও তোমার জাতী, তুমি সাজাও তোমার দেশ
তুমি এ প্রজম্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করনা শেষ (২)
এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্মভুমী
কোন পরাশক্তির দাসত্ত আজ মেনে নিবে কেনো তুুমি
জাগো অলসতায় ভয় উদাসিনতায় থেকো না আর তুমি (২)
জাগো মুক্তি সেনানী শত্রু পালাক তোমার চরন চুমি
তুমি বাচাও তোমার জাতী, তুমি সাজাও তোমার দেশ
তুমি এ প্রজম্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করনা শেষ (২)
তুমি ন্যায়ের অগ্নিশিখা, তুমি জালিমের বিবিশিখা
তুমি সত্য পতাকাবাহী তুমি মিথ্যের জবলিকা
তুমি উদয় লগ্ন রবি, তুমি নব যুদ্ধা বিপ্লবী
আজ তোমার নবীন হাতে, হোক মুক্ত তোমার দেশ (২)
তুমি বাচাও তোমার জাতী, তুমি সাজাও তোমার দেশ
তুমি এ প্রজম্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করনা শেষ (৪)
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া
0 মন্তব্যসমূহ