Lyric, Tune & Performed by Abu Ubayda
Mix and Master: Nafis
Director: Abu Hurayra
Niler Kache Lyrics | নীলের কাছে লিরিক্স
নীলের কাছে !! মেঘেরা নাচে
দিলের ভাঁজে !! রহিমের নাম
আমি তুমি কই !! নিরবে অথৈ
কেন ডুবে রই !! নিয়ে মিছে খাম
নাগর দোলায় দুলি নগরি ফাঁকা
নাফরমানির ঘুড়ি মেলেছে পাখা
মোন বন ঘিরে আছে ব্যথার মাতম
আমি চাই শুধু চাই শুধু চাই তোমাকে
আমি নাই প্রভু নাই প্রভু তোমাকে রেখে
এইযে রবি শশী কথোপকথন
কার ইশারায় সে কোন মহাজন
তারায় তারার কাছে পাঠায় চিঠি
ধারায় ধারায় ধারায় বহে ঝর্ণা তটি
কি মায়ায় বানালে তুমি আদম
আমি চাই শুধু চাই শুধু চাই তোমাকে
আমি নাই প্রভু নাই প্রভু তোমাকে রেখে
কি যে দারুন পূবালী সমীরণ
মনের গহীনে তোলে মৃদু আলোড়ন
ফুলে ফুলেরা খুব করে মিতালী
পাখির কূজনে মধু মাখা গীতালি
অপুরূপ সাজালে তুমি এভুবন
আমি চাই শুধু চাই শুধু চাই তোমাকে
আমি নাই প্রভু নাই প্রভু তোমাকে রেখে
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া
0 মন্তব্যসমূহ