চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ । চর মাদ্রাজ


চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ 


বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় চর মাদ্রাজ ইউনিয়ন অবস্থিত। 

মাদ্রাজের ইতিহাস

.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................Loading....

প্রাক্তন  চেয়ারম্যান গণ

আলহাজ্ব ওয়াহেদ আলী মালতিয়া       ১৯৬২-১৯৬৫ ইং
২. আলহাজ্ব ফজলুর রহমান সরমান       ১৯৬৬-১৯৭০ ইং
আমিরুজ্জমান মালতিয়া                    ১৯৭২-১৯৭৬ ইং
আঃ রহমান সরমান                             ১৯৭৭-১৯৮৩ ইং
৫. মোঃ ফজলুল হক মিয়া                        ১৯৮৪-১৯৮৭ ইং
আঃ শহিদ মালতিয়া                             ১৯৮৮-১৯৯২ ইং
আনোয়ারুজ্জান মালতিয়া                    ১৯৯৩-১৯৯৭ ইং
আমিনুল ইসলাম সরমান                     ১৯৯৮-২০০২ ইং
৯. মোঃ ফখর উদ্দিন শাহিন মালতিয়া       ২০০৩-২০০৮ ইং
১০. আ ফ ম বাহাউদ্দিন জসিম সরমান     ২০০৯-২০০১৪ ইং
১১. মোঃ মোজাম্মেল হক জমদার (বীরমুক্তিযোদ্ধা) ২০০১৫-২০০২০ ইং
১২. আবদুল হাই ২০২১- বর্তমান

যাতায়াত ব্যবস্থা 

চর মাদ্রাজ ইউনিয়নে যাওয়ার জন্য রয়েছে বহুমুখী যাতায়াত ব্যবস্থা রয়েছে। 
 ঢাকা- সদর ঘাট থেকে লঞ্চে করে বেতুয়া ঘাটে, বেতুয়া থেকে সরাসরি চর মাদ্রাজ ইউনিয়নে চলে আসতে পারবেন।
বরিশাল - বরিশাল লঞ্চ ঘাট থেকে ভোলা ইলিশা ঘাট, ভোলা বাস টার্মিনাল থেকে চরফ্যাশন উপজেলা থেকে চর মাদ্রাজ ইউনিয়নে চলে আসতে পারবেন।
চরফ্যাশন - চরফ্যাশন থেকে সহজেই ১৫/২০ টাকা ভাড়ায় চর মাদ্রাজ ইউনিয়নের কেরামতগঞ্জ বাজারে চলে আসা যায়। বাজারের পাশেই রয়েছে চর মাদ্রাজ ইউনিয়নে পরিষদ।

আয়তন ঃ চর মাদ্রাজ ইউনিয়নের আয়তন ১১,১৪৪ একর।

প্রশাসনিক কাঠামো ঃ চর মাদ্রাজ ইউনিয়ন চরফ্যাশন উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চরফ্যাশন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৮নং নির্বাচনী এলাকা ভোলা-৪ এর অংশ।


মাদ্রাজের ইউনিয়নের জনসংখ্যা ঃ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর মাদ্রাজ ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,২২৯ জন। এর মধ্যে পুরুষ ১৬,৬৭৬ জন এবং মহিলা ১৬,৫৫৩ জন। মোট পরিবার ৭,০৪৫টি।


শিক্ষা ঃ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চর মাদ্রাজ ইউনিয়নের সাক্ষরতার হার ৪৩.৪%


স্বাস্থ্য ঃ চর মাদ্রাজ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এছাড়াও বেসরকারী একাধিক ক্লিনিক আছে।

অর্থনীতি

জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎস  কৃষি , অকৃষি শ্রমিক, শিল্প , ব্যবসা , পরিবহন ও যোগাযোগ , চাকরি , নির্মাণ , ধর্মীয় সেবা , রেন্ট অ্যান্ড রেমিটেন্স  এবং রপ্তানি (ইলিশ মাছ, চিংড়ি মাছ)

প্রধান কৃষি  ঃ ধান, গম, মরিচ, ডাল, চিনাবাদাম, সুপারি, পাট, তিল, তিসি, সূর্যমুখী।

প্রধান ফল  ঃ  আম, কাঁঠাল, পেঁপে, কলা, সুপারি, তরমুজ।

খামার  ঃ মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এ উপজেলায় মৎস্য, গবাদিপশু, হাঁস-মুরগির খামার ও হ্যাচারি রয়েছে।


প্রধান রপ্তানিদ্রব্য  ঃ  ধান, মরিচ, ডাল, চিনাবাদাম, সুপারি, ইলিশ মাছ, চিংড়ি মাছ।


লেখক - 
আল আমিন খান (আকাশ)
এস মিডিয়া কেরামতগঞ্জ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ