Karo Robe Na Lyrics | কারো রবে না এ ধন জীবন যৌবন লিরিক্স | Nitu

Karo Robe Na Lyrics | কারো রবে না এ ধন জীবন যৌবন লিরিক্স  | Nitu

কারও রবে না এ ধন জীবন ও যৌবন - নিতু

কথা: ফকির লালন শাহ

সুর: ফকির লালন শাহ

Label : Asian TV Music.

Karo Robe Na Lyrics | কারো রবে না এ ধন জীবন যৌবন লিরিক্স

মন আমার গেল জানা

কারো রবে না এ ধন জীবন যৌবন

তবেরে কেন এত বাসনা;

একবার সবুরের দেশে বয় দেখি দম কষে

উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা । 




যে করল কালার চরণের আশা

জানোনারে মন তার কী দুর্দশা

ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল

বামুনরুপে প্রভু করে ছলনা।




প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে

কত কষ্ট হল সেই কৃষ্ণনামে

তারে অগ্নিতে জ্বালালো জলে ডুবাইল

তবু না ছাড়িল শ্রীরূপসাধনা । 




কর্ণরাজা ভবে বড় দাতা ছিল

অতিথিরূপে তার সবংশ নাশিল

তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী

অতিথির মন করল সান্ত্বনা । 



রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে

শক্তিশেল হানিল তার বক্ষস্হলে

তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি

লালন বলে কর এ বিবেচনা ।

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ