সোনা রূপার জল গানটি বাংলাদেশি একটি গান। সোনা রূপার জল এই গানটিতে সুর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সুমি সবনম । সোনা রূপার জল গানটির লিরিক্স লিখেছেন জাহাঙ্গীর রানা।
![]() |
Sona Rupar jol Lyrics | সোনা রূপার জল লিরিক্স | Jahangir Rana |
Sona Rupar jol Lyrics By Jahangir Rana :
Sona Rupar jol Lyrics | সোনা রূপার জল গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Sona Rupar jol Lyrics | সোনা রূপার জল গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Sona Rupar jol Lyrics | সোনা রূপার জল গানের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song : Sona Rupar Jol
Vocal: Sumi Shabnam
Lyric and Tune: Jahangir Rana
Music: Akash Mahmud
Music video, Mix, Master and Edit: Ashique Mahmud
Cast: Rasel Parvase, Aanfi Sinha and Sumi Shabnam
Label: Poraner Gan
সোনা রূপার জল লিরিক্স
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো তোমায়
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো
পুষ্প রঙ্গন শ্বেত চন্দন
পুষ্প রঙ্গন শ্বেত চন্দন দুয়ারে রাখিবো
আমি দুয়ারে রাখিবো
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো তোমায়
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো
কতদিন পর পাইমু রে তোমায়, আছি পন্থ চাহিয়া
কাছে এসে ভালোবেসে, বুকে লইবা টানিয়া
কতদিন পর পাইমু রে তোমায়, আছি পন্থ চাহিয়া
কাছে এসে ভালোবেসে, বুকে লইবা টানিয়া
বুকেতে বুক মিশাইয়া
বুকেতে বুক মিশাইয়া অশ্রুতে ভাসিবো রে দুইজন
অশ্রুতে ভাসিবো
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো তোমায়
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো
পানের খিলি বানাইয়াছি, অতি যতন করিয়া
সোনার বাটায় রূপার বাটায়, রাখিয়াছি ভরিয়া
পানের খিলি বানাইয়াছি, অতি যতন করিয়া
সোনার বাটায় রূপার বাটায়, রাখিয়াছি ভরিয়া
কতো দিন পর দেইখা রে তোমায়
কতো দিন পর দেইখা রে তোমায়
পরানও জুড়াবো রে আমার
পরানও জুড়াবো
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো তোমায়
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো
আসিলে আর যাইতে না দিমু, শুনবো না কোনো কথা
দিনে দিনে হইছে জমা, অন্তরে কত ব্যাথা
আসিলে আর যাইতে না দিমু, শুনবো না কোনো কথা
দিনে দিনে হইছে জমা, অন্তরে কত ব্যাথা
জাহাঙ্গীর রানা কয় এবার
জাহাঙ্গীর রানা কয় এবার মায়াতে বান্ধিবো রে তোমায়
মায়াতে বান্ধিবো
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো তোমায়
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো তোমায়
সোনা রূপার জল ছিটাইয়া, বরণও করিবো
সমাপ্ত
আসা করবো Sona Rupar jol Lyrics | সোনা রূপার জল গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া