Probashe Shanti Naire Lyrics (প্রবাসে শান্তি নাইরে) Khondokar Rashed

 প্রবাসে শান্তি নাইরে গানটি বাংলাদেশি একটি গান। প্রবাসে শান্তি নাইরে এই গানটিতে সুর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় খন্দকাার রাশেদপ্রবাসে শান্তি নাইরে গানটির লিরিক্স লিখেছেন এন. এইচ. কবি।

Probashe Shanti Naire Lyrics (প্রবাসে শান্তি নাইরে) Khondokar Rashed

Probashe Shanti Naire Lyrics By Lx Sobuj :

Probashe Shanti Naire Lyrics (প্রবাসে শান্তি নাইরে) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Probashe Shanti Naire Lyrics (প্রবাসে শান্তি নাইরে) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Probashe Shanti Naire Lyrics (প্রবাসে শান্তি নাইরে) গানের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।


Song: Probashe Shanti Naire

Singer: Khondokar Rashed

Lyrics & Tune :NH Kobi

Music : Ahmed Sajeeb

Cast : LX Sobuj, Shorna Moni

Parvin, Masum, Nashidul

Direction : Firoz Sorkar

Dop : MK Mosharof

Edit & Color : Ashraful Islam Nell

Produced by: MD Jewel Hossen

Label: Bhawal Music

Graphic Design : Ashiq Arav

Online SEO : Nell



প্রবাসে শান্তি নাইরে লিরিক্স

প্রবাস প্রবাস করে সবাই, প্রবাস কিছু নাই, 

মাগো তোমার ছেলে এখন, পালাইয়া বেড়ায়


প্রবাস প্রবাস করে সবাই, প্রবাস কিছু নাই, 

মাগো তোমার ছেলে এখন, পালাইয়া বেড়ায়

বিক্রি করলে ভিটামাটি  বাবার দেওয়া সোনার আংটি

বিক্রি করলে ভিটামাটি  বাবার দেওয়া সোনার আংটি

ব্যাংক থাইকা লোন তুইলা, পাঠাইলা কোথায়,

প্রবাসে শান্তি নাইরে নাইরে শান্তি নাই, 

মায়ের কোলে শান্তি আছে সোনারি বাংলায়

প্রবাসে শান্তি নাইরে নাইরে শান্তি নাই, 

মায়ের কোলে শান্তি আছে সোনারি বাংলায়



ভাই বোনের কত দাবি, কতনা আবদার,

বাবা-মায়ের স্বপ্ন গুলো বিশাল ওই পাহাড়

ভাই বোনের কত দাবি, কতনা আবদার,

বাবা-মায়ের স্বপ্ন গুলো বিশাল ওই পাহাড়

ইচ্ছে করে ডানা মেলি, উড়েউড়ে দেশে ফিরি

ইচ্ছে করে ডানা মেলি, উড়েউড়ে দেশে ফিরি

পায়না খুঁজে কূল কিনারা, পায়না খুজে ঠাই,

প্রবাসে শান্তি নাইরে, নাইরে শান্তি নাই, 

মায়ের কোলে শান্তি আছে, সোনারি বাংলায়

প্রবাসে শান্তি নাইরে, নাইরে শান্তি নাই, 

মায়ের কোলে শান্তি আছে, সোনারি বাংলায়




পথের ধারে রাত্রি কাটে খালি পেটে ঘুমায়,

সময় হলে তবু মাগো দেশে টাকা পাঠায়

পথের ধারে রাত্রি কাটে খালি পেটে ঘুমায়,

সময় হলে তবু মাগো দেশে টাকা পাঠায়

এমন কইরা কয়দিন মাগো নিজেরে ঠকায়,

আমার দুঃখ দেখার মত প্রবাসে কেউ নাই

প্রবাসে শান্তি নাইরে, নাইরে শান্তি নাই, 

মায়ের কোলে শান্তি আছে, সোনারি বাংলায়

প্রবাসে শান্তি নাইরে, নাইরে শান্তি নাই, 

মায়ের কোলে শান্তি আছে, সোনারি বাংলায়

সমাপ্ত

আসা করবো Probashe Shanti Naire Lyrics (প্রবাসে শান্তি নাইরে) গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগে থাকে,  কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন