Kotota Valobashi Jane Na a Mon Lyrics - কতটা ভালবাসি জানে না এ মন লিরিক্স - JM Jewel | Borsha

Kotota Valobashi Jane Na a Mon Lyrics


Kotota Valobashi Jane Na a Mon Lyrics - কতটা ভালবাসি জানে না এ মন লিরিক্স - JM Jewel | Borsha

Song: কতটা ভালবাসি জানে না এ মন 

Singee: JM Jewel & Umme Habiba Borsha

Music: Sahin Rana

Lyric: ARRIYAN Khan Ashik

Tune: JM Jewel 

Camera : Sajjatul alam sagor

Calor & Eddit : Gms Samim 

Label: JM Jewel Official 



Kotota Valobashi Jane Na a Mon Lyrics

কতটা ভালবাসি 

জানে না এ মন 


তুমি ছাড়া দিসে হারা 

এ জীবন


আধারে ঢাকা ভুবন 

করেছো রঙ্গিন 


বলোনা কোথায় ছিলে 

তুমি এতো দিন।


তোমাকে ছাড়া বেচে 

থাকা যে দায় 


তোমাকে শত জনমে ও 

আমি চাই।



পৃথিবীতে আমি

খুব ছিলাম যে একা


তুমি যে এসে ভাল যে বেসে 


দিলে যে আমায় দেখা,

তোমাকে পেয়ে 


জীবন হলআজ রঙ্গিন 


তুমি যে আশা ভাল যে বাসা 

তুমি যে সীমাহীন। 



আকাশ জানি কত রাত

কেটেছে তার দিকে চেয়ে


কত রাত ভেবে ভেবে 

পার করিছি তোমার ভাবনাতে 


তোমাকে ছাড়া বেচে থাকা যে দায়

তোমাকে শত জনমে ও আমি চাই।


সমাপ্ত


আসা করবো এই গানের গানটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ